300X70
সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বান্দরবানে মাটি খুঁড়ে জেএসএস নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৩, ২০২১ ১:২৬ অপরাহ্ণ

সংবাদদাতা, বান্দরবান: বান্দরবান সদর উপজেলায় পুশৈ থোয়াই মারমা (৪২) নামে এক জেএসএস নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে চন্দ্রঘোনা সড়কের আমতলী এলাকার একটি উঁচু পাহাড়ের মাটি খুঁড়ে

তার লাশ উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান সদর উপজেলা সাধারণ সম্পাদকের পদে দায়িত্বরত ছিলেন তিনি।

পুলিশ জানায়, রবিবার রাতে চেমী ডলুপাড়া বাজারে এসে কয়েকজন অস্ত্রধারী পুশৈ থোয়াইকে নিয়ে যায়। রাতের কোনো একসময়ে তার মাথার এক পাশে গুলি করে হত্যা করে । পরে লাশ পাহাড়ের ঢালুতে মাটি চাপা দিয়ে রাখে।

পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়ার অংসা চিং মারমার ছেলে বলে জানায় পুলিশ।

এদিকে জনসংহতি সমিতির বান্দরবান জেলা সাধারণ সম্পাদক ক্যবামং বলেন, তথ্যটি এখনো আমার কাছে পরিষ্কারভাবে আসেনি। তবে সে মারা গেছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, জেএসএস নেতার লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করতে আসেনি। কে বা কারা খুন করেছে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :