300X70
বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বাবার অসংলগ্ন কথাবার্তায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৮, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানী সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় মো. মোরসালিন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ছিল।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা টিটু মোল্লা বলেন, আমার ছেলে বাইরে থেকে কি যেন খেয়ে বাসায় এসে বমি শুরু করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হাসপাতালের রেজিস্টারে মোরসালিন গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনাকে কে বলেছে আমার ছেলে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের বাবা জানিয়েছিলেন তার ছেলে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তিনি এখন বলছেন তার ছেলে বাইরে থেকে কিছু খেয়ে বমি শুরু করলে অসুস্থ হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

তিনি আরও জানান, হাসপাতালের রেজিস্টার খাতায় তিনি উল্লেখ করেছেন তার ছেলে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। সবুজবাগ থানায় বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি তারাই তদন্ত করবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :