বাহিরের দেশ ডেস্ক: একটি ছোট্ট শিলাখন্ড আর তাই নিয়ে রক্তক্ষয়ী সংঘাত। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। বারানসীর জ্ঞানবাপী মসজিদে কোনও দিন শিবমন্দির ছিল কিনা তাই নিয়ে হিন্দু-মুসলমান সংঘাত চলছে। জ্ঞানবাপীর ওযুখানায় রাখা শিবলিঙ্গ সদৃশ শিলাখণ্ড নিয়ে যাবতীয় বিতর্ক। চার হিন্দু মহিলা এই শিলাখণ্ডের কার্বন ডেটিং এর আবেদন করেছিলেন। তাঁরা চান আরও বৈজ্ঞানিক পরীক্ষা। বারানসীর জেলা আদালত তাঁদের সেই আবেদন নাকচ করে দিয়েছে। জেলা আদালত জানিয়েছে, কার্বন ডেটিং-এর কোনও প্রয়োজনীতা নেই। তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশে জ্ঞানবাপীর ওযুখানা সিল করে দেয়া হয়েছে। এই পরীক্ষা কোনোমতে করা সম্ভব নয়।
জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ নিয়ে হিন্দু পক্ষ ও মুসলিম পক্ষের বিবাদ কয়েকমাস ধরে চলছে। হিন্দুপক্ষের দাবি জ্ঞানবাপী মসজিদের দরজা হিন্দুদের জন্যও খুলে দেয়া হোক। কারণ, এটি আদতে মন্দির ছিল। মুসলিম পক্ষের দাবি, জ্ঞানবাপী কখনোই হিন্দুদের অধিকারে ছিল না। এই নিয়ে বারানসীতে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। ৩০ বছর আগের বাবরি বিক্ষত হওয়ার ছায়া কি দেখতে পাওয়া যাচ্ছে?