ভারত থেকে মনোয়ার ইমাম : ভোটের আগেই অতরিকিক্ত হানা বারুইপুর জেলা পুলিশের। উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ টাকা ও বোমা। ভোট আর বাকি নেই। আর মাত্র ক’দিন বাদে ভোট । তার আগেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ সুপার শ্রী মনোলিস সেন আই পি এস এর নির্দেশ এ প্রতিটি থানা এলাকায় নাকা চেকিং পোস্ট করেছেন। চলেছে খানা তল্লাশি।
আজ বারুইপুর জেলা পুলিশের অধীনে কুলতলী থানার ওসি শ্রী অরবিন্দ দে সরকার এর নেতৃত্বে পদ্মহাট এলাকায় সাদ্দাম সরদারের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ দুই লক্ষ টাকা এবং তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার করেছে। সেই সঙ্গে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ঘটনা স্হান থেকে পালিয়েছে মূল আসামী সাদ্দাম সরদার।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ এবং বোমা কোথায় পাচার করা হচ্ছিল তা খেতিয়ে দেখছে কুলতলী থানার ওসি শ্রী অরবিন্দ দে সরকার।
বেশ কিছু দিন ধরে বারুইপুর জেলা পুলিশের অধীন বিভিন্ন থানা এলাকায় চলছে নাকা চেকিং এবং উদ্ধার করা হয়েছে বহু নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র ও গুলি এবং তাজা বোমা। বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী মনোলিস সেন আই পি এস এর নির্দেশ অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর জেলা পুলিশ প্রশাসন।