সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর একটি বাসায় হঠাৎ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন দুজন।
রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকার একটি তিনতলা ভবনের নিচ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় দগ্ধ হন দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
চট্টগ্রামের বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, তিনতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে কয়েকজন শ্রমিক থাকতেন।
তবে ধারণা করা হচ্ছে, সেখানে গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।