সংবাদদাতা, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের নলকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে তিনজন।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলে এক নারী নিহত হয় এবং শিশুসহ আরো ৫ জন গুরুতর আহত হয়।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি আটক করে থানায় নিয়ে যায়।