নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ( বিএসএমএমইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দির আহমেদের রত্নগর্ভা মা হোসনে আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২ টায় (২ ডিসেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়ের হাট গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানিতে প্রয়াতার বড়ছেলে মহসিন আহমেদ, মেজো ছেলে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ও ছোট পুত্র সালাউদ্দিন আহমেদ মায়ের বেহেস্তে নসীবের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
কুলখানিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল , প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান,অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক বিঃ জেঃ ডা. আব্দুল্লাহ আল হারুণ, সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেস- ২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার ই মাহাবুব, কাশিয়ানী উপজেলার চেয়ারম্যান সুব্রত ঠাকুরসহ দেশের শীর্ষস্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শরফুদ্দিন আহমেদের মা হোসনেয়ারা বেগম ১০৩ বয়সে গত ২ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার খায়েরহাট গ্রামে নিজ বাসভবনে বাধ্যর্কজনিক কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।