নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে দেশের নাম বিশ্বদরবারে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এক হল ডাবর বাংলাদেশ ও টিম বিডিসি। ‘৪৮ ঘণ্টায় সাইক্লিং রিলে দলের মাধ্যমে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দেওয়ার’ বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টায় এই পদক্ষেপ যার নাম ‘Dabur Honey Presents #1600km by TEAMBDC Powered by Dabur Glucose D’।
বহুল প্রতিক্ষিত ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর এর মধ্যে। এ বিষয়ে ডাবর এর কান্ট্রি ম্যানেজার বলেন- ‘ডাবর বাংলাদেশ ইতিহাসের এমন সাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিত। আর টিম বিডিসি কে এমন একটি প্রচেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ’। সম্প্রতি ডাবর বাংলাদেশ কর্তৃপক্ষ এবং টিম বিডিসি এর মেম্বারদের উপস্থিতিতে হয়ে গেল এই আয়োজনের সাক্ষর অনুস্থান।