নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিজয়ের ৫০ বছর উযাপন উপলক্ষে ১৫-১৯ ডিসেম্বর পাঁচদিনব্যাপী ইউনাইটেড গ্রুপের শেফস টেবিল কোর্টসাইডে শিশুদের জন্য আয়োজিত বিজয় মেলার প্রধান আকর্ষণ ছিল ‘ম্যাজিক আইকন অব বাংলাদেশ’ আলীরাজের মনোজ্ঞ জাদু প্রদর্শনী।
প্রতিদিনের আয়োজনে আলীরাজ মোট ১২টি করে জাদু প্রদর্শন করেন। তার অনবদ্য উপস্থাপনায় শূন্যে ভাসমান তরুণী এবং জলজ্যান্ত তরুণীর অন্তর্ধানের জাদু দেখে মুগ্ধ বিস্ময়ে বিমোহিত হয়ে যায় বিজয় মেলায় আগত শিশুরা।