নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৯ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দ।জীর্ণ, অশুভ, অসুন্দর সব কিছু পিছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা ১৪৩০ কে বরণ করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে কালিয়াকৈর উপজেলার সামনে শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের চেয়ারম্যান আশরাফুজ্জামান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সামছুদ্দীন আহমেদ, পরিচালক শিক্ষার্থী কল্যাণ ফারহানা ইসলাম, ছাত্রী হলের প্রভোস্ট নূরজাহান, ছাত্র হলের প্রভোস্ট সুমন সাহা-সহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।