300X70
মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বিনম্র শ্রদ্ধায় ফায়ার সার্ভিসের জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৬, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫ আগস্ট সকাল বেলা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান মহোদয়ের নেতৃত্বে ধানমন্ডি ৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আখতার হোসেন এবং সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অধিদপ্তরের পরিচালক ও প্রকল্প পরিচালকগণসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর পর অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় সকাল সাড়ে ৮টায় মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি সেখানে আয়োজিত বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের উপর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চিত্রকর্ম প্রত্যক্ষ করেন। দুপুর ১২টায় মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধুর উপর ডিএফপি নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়। মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা অনুযায়ী দেশের সকল বিভাগ ও সকল জেলা সদর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীগণ একযোগে অনলাইনে যুক্ত হয়ে একই সাথে প্রামাণচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

জোহর নামাজের পর সারা দেশে অবস্থিত ফায়ার সার্ভিসের সকল মসজিদে জাতির পিতা ও তাঁর সাথে শাহাদত বরণকারীদের আত্মার মাগিফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক ও প্রকল্প পরিচালকদের নিয়ে মিরপুর ট্রেনিং কমপ্লেক্স মসজিদে দোয়ায় অংশগ্রহণ করেন। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পুনরায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে ও দেশের সকল জেলা ও বিভাগীয় অফিসে বঙ্গবন্ধুর উপর নির্মিত এ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এছাড়াও ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর, মিরপুর ট্রেনিং কমপ্লেক্স, বিভাগীয় সদর দপ্তর, জেলা অফিসসহ সকল ফায়ার স্টেশনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং জাতীয় শোক দিবসের মাহাত্ম্য তুলে ধরে বাণী ও জাতির পিতার ছবিসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভবনসমূহে ড্রপডাউন ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সার্ক অঞ্চলে প্রাণিরোগ প্রতিরোধ ও ওয়ান হেলথ বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর

বাংলাদেশ স্কাউটস দিবসে প্রধানমন্ত্রীর বাণী

সুনামগঞ্জ, নেত্রকোনাসহ বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় আইপিডিসি ফাইন্যান্সের শাখা উদ্বোধন

মামলাজটের চ্যালেঞ্জ মোকাবিলায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনের আহবান আইনমন্ত্রীর

নতুন নৌবাহিনী প্রধান নাজমুল হাসান

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জনতা ব্যাংকের চেয়ারম্যান ও এমডি এন্ড সিইও’র শ্রদ্ধা

কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম

দেশে এবছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল সাড়ে ৭০০

ব্রেকিং নিউজ :