স্পোর্টস রিপোর্টার: করোনা ভাইরাসের কারণে গত বছর আয়োজিত হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। কোভিড-১৯ এর প্রকোপ সামলে এবার মাঠে গড়াচ্ছে দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি। তবে আসর শুরুর আগেই বড় দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফসহ বেশ ক’জন।
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের অষ্টম আসর। আজ মঙ্গলবার (১৮ই জানুয়ারি) অংশ নেয়া ৬ দলের খেলোয়াড়দের বায়ো-বাবলে যাওয়ার কথা রয়েছে। তবে হোটেলে প্রবেশের আগে বেশ ক’জন ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফ করোনা পরীক্ষায় পজেটিভ ধরা পড়েন। বিসিবি সূত্রের খবর, আক্রান্তের সংখ্যাটা ৫-৬ জন।
করোনা পজেটিভ হওয়ার বিষয়টি দৈনিক গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, ‘বেশ কয়েকজন পজেটিভ হয়েছেন।
এখনো বড় একটা অংশের পরীক্ষা বাকি। আজকের মধ্যেই সেটি সম্পন্ন করা হবে।’
করোনা আক্রান্তদের ব্যাপারে বিসিবির কী সিদ্ধান্ত হবে? এমন প্রশ্নের জবাবে দেবাশীষ চৌধুরী বলেন, ‘যারা পরীক্ষা নেগেটিভ এসেছেন তারাই শুধু প্রবেশ করতে পারবেন হোটেলে। বাকিরা নয়।’ নিয়মানুসারে বিপিএল খেলতে যাওয়া সকল ক্রিকেটারের দুই ডোজ ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক।
বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ১৮ই ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।