সংবাদদাতা, ফেনী: ফেনীর পরশুরামে বিয়ের দাবিতে গত ৬ দিন ধরে প্রেমিকের বসতঘরে অবস্থান করছেন কাউসার আক্তার পপি নামের এক তরুণী। উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের কাতার প্রবাসী মো. ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটেছে। গত একমাসে আগে ছুটিতে দেশে আসেন প্রবাসী ফারুক।
প্রেমিকা কাউসার আক্তার পপির বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা গ্রামে। প্রেমিক মো. ওমর ফারুক চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের আলি আকবরের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মাদরাসা ছাত্রী ওই তরুণীর পরিবারের সদস্যদের সাথে নিয়ে মালিপাথর গ্রামের ফারুকের বাড়িতে আসেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফার উপস্থিতিতে সালিশ বৈঠক করেন ছেলে ও মেয়ের পরিবার। এতে মীমাংসা না হওয়ায় ওই তরুণী প্রেমিক ফারুখের বসতঘরে ঢুকে যান। এসময় ফারুখের পরিবারের সদস্যরা দ্রুত বসত ঘর থেকে বেরিয়ে আত্মগোপনে চলে যান।
ওই তরুণীর দাবি, গত এক বছর ধরে কাতারে থাকা অবস্থায় ফেসবুকের মাধ্যমে মো. ওমর ফারুখের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে । প্রবাসে থাকা অবস্থায় প্রতিদিন ইমুতে রাতভর কথা হতো। প্রবাসে থাকা অবস্থায় বিয়ের প্রতিশ্রুতি দিলেও দেশে এসে বিয়ের অস্বীকৃতি জানান ফারুক।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা জানান, গত মঙ্গলবার দুপুরে ওই তরুণী ফারুকের বাড়িতে অবস্থান করছেন। এসময় ফারুকের পরিবারের সদস্যরাও দ্রুত বসত ঘর থেকে বেরিয়ে আত্মগোপনে চলে যান।