বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন সুরাইয়া আক্তার সুরভী(২২)। গত তিনদিন ধরে এ অনশন করছেন ওই তরুণী।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (২৩ নবেম্বর) ঢাকা থেকে আসেন ওই তরুণী। ওই দিনই তিনি বিয়ের দাবিতে প্রেমিক নোমান মৃধার(২৮) বাড়িতে এসে অবস্থান গ্রহন করেন। নোমানের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামে।
প্রেমিকা সুরভী জানান, বাড়িতে আসার দিন থেকেই গা ঢাকা দিয়ে আছেন তাঁর প্রেমিক নোমান মৃধা।
এ ছাড়াও তাঁকে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে নোমানের মা ও বোন মারধর করেছে। বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকি দিয়েছে ওই তরুনী। ওই তরুনীর বাড়ি বাউফলের নুরাইনপুর গ্রামে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরী করেন। এক বছর আগে ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচয়ের মাধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ দিকে আগত ওই তরুনীকে এক নজর দেখার জন্য ভীড় করছেন উৎসুক মানুষ।