মৃত্যু ১৫ লাখ ৩৪ হাজার।
বাহিরের দেশ ডেস্ক: শীত যতই ঘনিয়ে আসছে, ততই করোনার আতংক মানুষের মনে বাসা বাঁধছে। বিশ্বজুড়ে করোনার থাবা অব্যাহত আছে। ফলে মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। শনিবার প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৩৪ হাজারের বেশি মানুষের। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৬৮ লাখ।
৩২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে ইরানে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এখন সংক্রমণের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়তে হচ্ছে। তবে দুই সপ্তাহের আংশিক লকডাউনের পর ইরানে সংক্রমণের হার কমছে।
মধ্যপ্রাচ্যের দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ২৯ হাজার। সংক্রমণ ও মৃত্যু দুই দিকেই শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, মার্কিন মুল্লুকের নর্থ ডাকোটা রাজ্যে মাথাপিছু করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ২ লাখ ৮৭ হাজারের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ছাড়িয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা ভারতে আক্রান্ত সংখ্যা ৯ লাখ ৬৪ হাজরের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে।
ব্রিটেন ও রাশিয়ায় ভ্যাকসিন অনুমোদনের পর অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশ।