ডিএইচ মামুন, বিশ্বনাথ (সিলেট) : বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে আগামি ২রা নভেম্বর অনুষ্টিত হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে অংশ গ্রহণ করতে মেয়র পদে ১১জন এবং ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭১জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জনসহ মোট ৯৭জন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ফারুক আহমদ দলীয় নেতাকর্মীদের নিয়ে দুপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে নৌকার বিজয় নিশ্চিত হবে। তিনি উন্নয়নের স্বাথে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
মেয়র পদে ১১ জনের মধ্যে আ’লীগ, আল ইসলাহ ও জমিয়ত’সহ তিনজন প্রার্থী দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয়ভাবে মনোনয়ন জমাদানকারী এই তিন মেয়র প্রার্থী হলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ (নৌকা প্রতীক), উপজেলা আল ইসলাহ’র সভাপতি তালুকদার মোঃ ফয়জুল ইসলাম (দেয়াল ঘড়ি) ও উপজেলা জমিয়তে ইসলাম’র সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ (খেজুর গাঁছ)।
বাকি মেয়র পদপ্রার্থীদের দলীয় পরিচয় থাকলেও তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকদ্দুছ আলী, উপজেলা বিএনপি’র সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন ও সমছু মিয়া।
এদিকে, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১৫ জন। ১,২,৩ নং সংরক্ষিত আসনে ৬ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ৪ জন, ৬,৭,৯ নং ওয়ার্ডে ৫ জন। আর ৯ ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছে ৭১ জন। এরমধ্যে ১ নং ওয়ার্ডে ৯জন, ২নং ওয়ার্ডে ১৫ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৯ জন, ৭নং ওয়ার্ডে ৮ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন ও ৯ নং ওয়ার্ডে ৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।
নির্বাচনের রির্টানিং অফিসার ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ৬ অক্টোবর, যাচাই বাছাই ১০ অক্টোবর, প্রত্যাহার ১৭ অক্টোবর, ভোটগ্রহন ২ নভেম্বর। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।