ভ্রমণ ডেস্ক : চালু হলো বিশ্বের সবেচেয়ে দীর্ঘ পায়ে হাঁটা ঝুলন্ত সেতু। প্রায় এক মাইল দীর্ঘ এই ঝুলন্ত সেতুর অবস্থান পর্তুগালের আউরকা শহরে। সেখানকার পেইভা নদীর ৫৭০ ফুট উপরে ঝুলে আছে দীর্ঘতম এই সেতু।
এর নাম দেওয়া হয়েছে ‘৫১৬ আরোকা’। এই সেতু তৈরিতে খরচ হয়েছে ২.৮ মিলিয়ন ডলার। প্রায় দুই বছর সময় নিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের চমকপ্রদ এই সেতুটি।
এরই মধ্যে অনেকেই সুযোগ পেলে ঢুঁ মেরে আসছেন দীর্ঘতম এই সেতুতে। দুই পাশে বিশালাকার পাহাড়। তার মাঝে গভীর এক নদী। আর এই নদীর উপরেই ঝুলন্ত অবস্থায় আছে সেতুটি।
স্থানীয় কর্মকর্তারা আশা করছেন, বিশ্বের দীর্ঘতম পেডেস্ট্রাইন এই সেতুটি দেখতে উৎসুক পর্যটকরা ভিড় করবেন সেখানে। ‘৫১৬ আরোকা’ বিশ্বের দীর্ঘতম পথচারী সাসপেনশন ব্রিজ।
সুইজারল্যান্ডের চার্লস কৌনিন সানপেশন ব্রিজের (১,৬২১) চেয়েও ৭০ ফুট লম্বা এটি। অতীতের সব পেডেস্ট্রাইন সেতুর রেকর্ড ভেঙে বর্তমানে বিশ্বের দীর্ঘতম পথচারী সেতু হিসেবে পরিচিত হয়েছে ‘৫১৬ আরোকা’।
আন্ডিস পর্বতমালার উপত্যকায় অবস্থিত ইনকা ব্রিজ দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে ‘৫১৬ আরোকা’। ইনকা সভ্যতার সময়কালে বিশ্বে কমপক্ষে ছোট-বড় ২০০টি সেতু তৈরি করা হয়েছিল।