বাহিরের দেশ ডেস্ক: ২৪ ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৭ লাখ ২৪ হাজারের বেশি।
এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা ৪৯ কোটি ২৮ লাখ ছাড়ালো। আর ৬১ লাখ ৭৯ হাজার ছাড়িয়ে গেলো মোট মৃত্যু।
২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ১৮০ জনের। ভারত ও ব্রাজিলে যথাক্রমে ৭শর বেশি ও ১২ হাজারের অধিক আক্রান্ত হয়েছে। একদিনে ১ লাখ ২২ হাজারের বেশি আক্রান্ত হয়েছে জার্মানিতে। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ৪২ কোটি ৮০ লাখের বেশি মানুষ।