বাহিরের দেশ ডেস্ক: করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৪৬ জন। যা আগের দিনের তুলনায় সাড়ে তিন শতাধিক কম।
এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৪ হাজার ৩০৩ জনে।
আজ শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহামারি এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ লাখ ৯৭ হাজার ৪৫ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ৪৭ হাজার কম। এতে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ৭০৩ জনে।