নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আজ অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
আজ এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ক্রিকেট মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয় অনিবার্য ছিলো।
ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং-এ অসাধারণ নৈপুণ্য দেখিয়েই টেস্ট জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সফরে জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও জয়ের এই ধারা অক্ষুণ্ণ থাকবে। তিনি বলেন, অবশ্যই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একদিন রাজত্ব করবে।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।