ক্রীড়া প্রতিবেদকঃ বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভাতেও ঠিক করা যায়নি বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম। নতুন অধিনায়ক ঠিক করার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সভা থেকে। সম্ভাব্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত করা হবে নতুন অধিনায়ক।
আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলেই জানা গিয়েছিল। তবে জরুরি সভা শেষে নতুন অধিনায়কের নাম জানাতে পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে হবেন সেটার দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে অধিনায়কের নাম জানাবেন। সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের অধিনায়কের নাম ঘোষণা করা হবে।
বিশ্বকাপের দল ঘোষণার জন্য যেহেতু সময় আছে, সেটা বিসিবি আরেকটু সময় নিয়ে করতে চায়।
ওয়ানডে অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন বিশ্বসেরা অলরাউন্টার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। এ প্রসঙ্গে জালাল বলেন, ‘সম্ভাব্য যারা রয়েছেন, আজ থেকেই বোর্ড সভাপতি তাদের সঙ্গে আলোচনা করবেন। সম্ভাব্য তালিকায় সাকিব, লিটন ও মিরাজের নাম রয়েছে।