বাহিরের দেশ ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ পান করে কমপক্ষে ২০ জন নিহত এবং বেশ কয়েকজন অসুস্থ হয়েছে। গতকাল শনিবার (১৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৫১ কিলোমিটার উত্তরে পূর্ব চম্পারন (মতিহারি) জেলার বিভিন্ন এলাকা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, একটি ট্যাঙ্কে ভেজাল মদ বহন করে মতিহারিতে আনা হয়েছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছিল, যার ফলে এই দুঃখজনক ঘটনা ঘটে।