ওমর ফারুক রুবেল নারায়ণগঞ্জ : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে সাবেক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছে তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। আজ শুক্রবার ( ৩০ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলাটি করেন তিনি। ওই মামলায় ধর্ষণের অভিযোগে একমাত্র আসামি করা হয়েছে মামুনুল হককে৷ মামুনুল হকের সাথে তার কোনো বিয়ে হয়নি বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে৷
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর পূর্বের স্বামীর মাধ্যমে পরিচয় হয় মামুনুল হকের সাথে৷ পরবর্তীতে মামুনুল হকের প্ররোচণায় ২০১৮ সালের ১০ আগস্ট তাদের বিচ্ছেদও হয়৷ এরপর বিয়ের প্রলোভনে বিভিন্ন হোটেল, রিসোর্টে নিয়ে বাদীকে ধর্ষণ করেন মামুনুল হক৷ গত ৩ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টেও বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন ওই নারীকে৷
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি হাফিজুর রহমান বলেন, মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী নিজে বাদী হয়ে সকালে মামলাটি দায়ের করেছেন৷ নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।