বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে তিনি বিয়ে করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আহমেদ রাহিকে। রাহি দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক। গত ১২ ডিসেম্বর সারিকা ও রাহির বাগদান সম্পন্ন হয়।
সারিকা বলেন, ‘দুই পরিবারের পছন্দেই আমাদের বিয়ে হয়েছে। করোনার কারণে বড় পরিসরের অনুষ্ঠান করা সম্ভব হয়নি, বাসাতেই বিয়ে হয়েছে। বিয়ের দিনটা সুন্দর, ২-২-২২! যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এর আগে, ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। ২০১৬ সালে মাহিম-সারিকার বিবাহ বিচ্ছেদ হয়। প্রথম বিয়ের পর কাজে অনিয়মিত হয়ে পড়েছিলেন সারিকা। তবে এবার তিনি জানিয়েছেন, কাজে আর অনিয়মিত হবেন না তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি থেকেই শুটিংয়ে ফিরছেন।