ঢাকা : প্রতি বছরের মতো এবারও ঈদের দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপহার পৌঁছে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ উপহার তুলে দেন তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম সরকার জীবন।
সব উৎসব-পার্বনে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখেন। তাদের জন্য ফলমূলসহ নানা সামগ্রী উপহার হিসেবে পাঠান। এবারের পবিত্র ঈদুল ফিতরেও এর ব্যত্যয় হয়নি।