নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খান বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৫ আগস্ট)। গত বছরের এই দিনে ৭০ বছর বয়সে মেনিনজাইটিস সংক্রান্ত জটিলতায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে সমাহিত। সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্যও প্রশংসিত ছিলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খান বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়াত এই মুক্তিযোদ্ধার প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও মেয়ে।