নিজস্ব প্রতিবেদক: বুড়িগঙ্গা নদীতে লঞ্চ হতে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের দায়ে ৯৬ জন গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি বিলাসবহুল লঞ্চ জব্দ করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ ক্যাসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে ” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাক সাড়ে ৯টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও গোদারাঘাট এলাকায় সদরঘাট হতে চাঁদপুরগামী বিলাসবহুল লঞ্চ এমভি রয়েল ক্রুজ-২ এ অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও জুয়া খেলা এবং অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৯ জন নারীসহ মোট ৯৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে জামাল(৩৫), জহিরুল ইসলাম (৩৯), মামুন মিয়া (৪৫), আলাল হোসেন (৪২), সুমন সিং(৩৪), বাবুল(৫০), আরিফ (২৫), জহুরুল ইসলাম (৩৪), বাহারুল মিয়া (৩০), তৈয়ব (৫০), আবুল কালাম (২৭), সুমন (৪২), আনোয়ার হোসেন (৫৫), কাজল হোসেন (৩০), গোলাপ (৪০), মোতালিব হোসেন (৪৪), জালাল (৫৪), নুর আলম (৩৫), কামাল (৩৫), ফুরকান (৩০), শাহজামাল(৪০), খায়ের মিয়া (৩৬), গেনু (৬০), জিয়া (৩৯), মনির খলিফা (৪২), মনির হোসেন (২৭), মতি (৩৮), রিমন (২০), রাজু (২৩), জাফর (২৫), নাছির হোসেন (৫০), ইমাম হোসেন(৫০), ফাইয়াজ আহমেদ (৪৫), আকরাম (৫০), সাব্বির হোসেন সুমন (৩৫), নাছির (৪০), মিরাজ (৩২), মিনহাজ উদ্দিন (৪০), আব্দুস সবুর খাঁন (৫০), আব্দুল্লাহ আল মামুন (৩৩), ইয়াহিয়া (৪৫), জামাল হাওলাদার (৪১), শাহজাহান কবির (৪৬), মোবারক (৫৫), কামাল হোসেন (৩৭), আবুল কাশেম (৫০), মোজাম্মেল হক(৪৩) বলে জানা যায়।
এসময় তার নিকট হতে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২ লিটার বিদেশী মদ, ২০০ গ্রাম গাঁজা, ৮৩২ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৩০ পিস ছবি, ১টি ব্যানার, ২টি জি-লুব্রিকেটিং জেল, ২ বোতল ভিগোসা শরবত, ১ বোতল তনু লায়ন ফ্রুট সিরাপ, ১ বোতল শুভ আজমেরী গোল্ড সিরাপ ৫০ মিঃলি, নগদ ৩,৫২,০০০/- টাকা ও এমভি রয়েল ক্রুজ-২ নামক ১ টি লঞ্চ জব্দ করা হয়।
গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর আভিযানিক দলটি জানতে পারে যে, ঢাকা-চাঁদপুরগামী এম ভি রয়েল ক্রুজ-২ নামক বিলাসবহুল লঞ্চে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ সংঘটিত হবে। এই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটির কয়েকজন সদস্য সাধারণ যাত্রী বেশে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে এম ভি রয়েল ক্রুজ-২ লঞ্চে অবস্থান নেয়।
লঞ্চ ছাড়ার পরে লঞ্চে মাদকদ্রব্যের ব্যবহার, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হলে লঞ্চটি থামাতে চেষ্টা করলে লঞ্চের ক্রুগণ অসহযোগী মনোভাব প্রকাশ করেন। এমতাবস্থায় আভিযানিক দলনেতার নেতৃত্বে অন্য সদস্যগণ দুইটি ট্রলারযোগে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও গোদারাঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর মাঝে নদীতে লঞ্চটিকে আটক করতে সক্ষম হয়।
উক্ত লঞ্চে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের দায়ে ৭ জনকে ১৩০পিস ইয়াবা, ১০৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২ লিটার বিদেশী মদ, ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ও জুয়া খেলার দায়ে ১০ জনকে ৮৩২ পিস জুয়া খেলার কার্ড(তাস), ৩০ পিস ছবি, ১ টি ব্যানার ও নগদ ৩,৫২,০০০/- টাকাসহ গ্রেফতার করে এবং অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষসহ ৭৯ জনকে ২টি জি-লুব্রিকেটিং জেল, ২ বোতল ভিগোসা শরবত, ১ বোতল তনু লায়ন ফ্রুট সিরাপ, ১ বোতল শুভ আজমেরী গোল্ড সিরাপসহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকার ক্যাসিনো ক্লাবগুলো বন্ধ থাকায় এই অসাধু লোকেরা অভিনব উপায়ে নৌবিহারের আড়ালে বিলাসবহুল লঞ্চে মদক বিক্রয়, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।