বিডি প্রতিদিন ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটি মোট ৯ কোটি ৬৪ হাজার ৬১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাড়িয়েছে ৭০১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩০ লাখ ৬২ হাজার ৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০০ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা রবি আজিয়াটার ৬ কোটি ৫ লাখ ৭ হাজার ২৮৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৪ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকা।
এছাড়া লেনদেনে থাকা অন্যান্য কোম্পানিগুলো হল: বেক্সিমকা ফার্মাসিউটিক্যালসের ২২৪ কোটি ৯০ লাখ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ১৯৯ কোটি ৫৪ লাখ টাকা, এসকোয়ার ফার্মাসিউটিক্যালসের ৯৮ কোটি ৪৪ লাখ টাকা, সামিট পাওয়ারের ৯৪ কোটি ৪৭ লাখ টাকা, মির আকতার হোসেনের ৮৯ কোটি ২৭ লাখ টাকা, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৭২ কোটি ৮১ লাখ টাকা ও লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৮ কোটি ৫০ লাখ টাকার বেশি মূল্যের শেয়ার লেনদেন হয়।