অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা প্লাসিড এনকে করপোরেশন এর মাধ্যমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখায় রেমিট্যান্স পাঠাতে পারবেন সহজেই। সম্প্রতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লি. এবং প্লাসিড এনকে করপোরেশনের মধ্যে এ বিষয়ক চুক্তি সই হয়েছে।
রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং প্লাসিড এনকে করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির ইভিপি ও সিএফও মোহাম্মদ এইচ রশিদ চুক্তিতে সই করেন।
এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং প্লাসিড এনকে করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি হেড ফারুক হেলালীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।