বাঙলা প্রতিদিন ডেস্ক : চট্টগ্রামের খাতুনগঞ্জে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইসলামী ব্যাংকিং উপশাখার উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি উপশাখাটির উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার কে. এম. আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের কোম্পানি সচিব, অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এখন পর্যন্ত মোট ২৭টি শাখা, উপশাখা চালু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। শিগগিরই কেরানীগঞ্জের আটিবাজার, লক্ষ্মীপুরের পোদ্দার বাজারসহ দেশের বিভিন্ন স্থানে নতুন শাখা ও উপশাখা চালু করবে ব্যাংকটি।