নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩) গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল আলমসহ অন্যান্য উদ্যোক্তা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মারিয়া নূর, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান কার্যালয়ের পাশাপাশি ব্যাংকের শাখা-উপশাখাগুলোতেও গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।