300X70
বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বেপজা অর্থনৈতিক অঞ্চলে হংকং (চীন) মালিকানাধীন কোম্পানির ৫৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৪, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : হংকং (চীন) মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ক্যাম্পভ্যালি চট্টগ্রাম লিমিটেড ৫৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ক্যাম্পিং সামগ্রী ও গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বার্ষিক ২ কোটি ১৪ লাখ পিস তাঁবু, ব্যাগ ও ব্যাকপ্যাক, ক্যাম্পিং চেয়ার ও ফার্নিচার, লাগেজ, ¯িøপিং ব্যাগ, বিভিন্ন ধরনের নিট ও ওভেন পোশাক, গ্যাজেবো, ছাতা, ম্যাট্রেস এবং ফার্নিচার ফ্রেম উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ৯৩৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে একই মালিকানাধীন তাঁবু প্রস্তুতকারী আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে।

এলক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ক্যাম্পভ্যালি চট্টগ্রাম লিমিটেডের মধ্যে আজ (২৪ মার্চ) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ক্যাম্পভ্যালি চট্টগ্রাম-এর চেয়ারম্যান হং উ লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশীদ আলম এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য এর আগে আরও ৫টি প্রতিষ্ঠানের সাথে লিজ চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। প্রতিষ্ঠানসমূহ ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যেখানে ২৩,৫৮২ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :