প্রতিনিধি, রাজশাহীঃ সারাদেশে যখন সয়াবিন কাণ্ডে সবাই মাতোয়ার। ঠিক এমন সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গোডাউনে নতুন বোতলজাত সয়াবিন তেল ঢালছে ড্রামে। কি কারণে বোতল খুলে ড্রামে ঢালা হচ্ছে ব্র্যান্ডের সয়াবিন তেল ? তবে কি বোতলজাত সয়াবিন তেলের থেকে খোলা তেলের দাম বেশী? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে।
ভিডিও’টির সূত্র ধরে অনুসন্ধান করে জানা যায়, এটি রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী পশ্চিমপাড়া ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশের ঘটনা। তেল ব্যবসায়ীর নাম রজব আলী বাবু, পিতাঃ জারমান সর্দার। আর গোডাউনটি তার বড় ভাই মাহাবুলের। যদিও গোডাউনটি একটি ডেকোরেটরের গোডাউন এবং ভিডিওতে তেল ঢালতে দেখা যাচ্ছে রজব আলী বাবুর কর্মচারি সুজনকে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার একাধিক ব্যক্তি জানান, দেশব্যাপী তেল মজুদকারিদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নিতে দেখে তিনি তড়িঘড়ি করে তার মজুদকৃত সব তেল ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলেছেন, বাকি গুলো ড্রামে ভরে খোলা তেল হিসেবে রাখছেন। পরে সেই খোলা তেল আবারও বোতলজাত করে খুচরা বাজারে বিক্রি করছেন।
তারা আরো বলেন, মাত্র কয়েকদিন এই সয়াবিন তেল মজুদ ও জালিয়াতি ব্যবসা করে রজব আলী এখন কোটিপতি। তিনি তার ব্যবসার অবৈধ সব কারবার নিজের গোডাউন বাদ দিয়ে ভাইয়ের ডেকোরেটরের গোডাউনেই করে থাকেন। তিনি পণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট সদস্য বলে অনেকে ধারণা করছে। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন পন্য মজুত করে বাজারজাত করেন বলেও অভিযোগ উঠেছে।
মুঠোফোনে জানতে চাইলে তেল কারবারি রজব আলী বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, এই ভিডিওটা অনেক দিন আগের। তাছাড়া বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আমার তেলের চালানগুলো আসে। সেদিন সাহেববাজার কুরিয়ার সার্ভিস থেকে ভ্যানে করে আনার সময় কিছু বোতল ফেটে যায়। সেগুলোই আমি ড্রামে ঢালতে নির্দেশ দিয়েছিলাম।