এ.এইচ.এম সাইফুদ্দিন : দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ সম্মাননা অর্জন করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সন্মানিত সদস্য, জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এর নিকট থেকে এ সম্মাননাপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে কর কমিশনার মোঃ ইকবাল বাহার, বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকা, প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, মোঃ কামরুজ্জামান চেীধুরীসহ এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।