নিজস্ব প্রতিবেদক : ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের সম্মানে আগামী ১৮ সেপ্টেম্বর রোজ রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে (বিজ্ঞপ্তি) এই ছুটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ঢাকা পৌর করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের ‘বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এবং তাঁর প্রতি সম্মান প্রদর্শনার্থে আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সকল কার্যালয়ের জন্য পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হলো’।
এদিন করপোরেশনের প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকবে। তবে হাসপাতাল, বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাসমূহ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়।
উল্লেখ্য যে, ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) করেন।