নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশের বিভিন্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের জন্য ‘ট্রানজিশন টু লিবর’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
লন্ডন ইন্টারব্যাংক অফারড রেট (লিবর) ভিত্তিক ইন্টারেস্ট রেট থেকে অল্টারনেটিভ রিস্ক ফ্রি রেটস (আরএফআর) এ পরিবর্তন সম্পর্কে সেমিনারটিতে বিশদভাবে আলোচনা করা হয়। গত ২৮ নভেম্বর, ২০২১ ব্র্যাক ব্যাংক এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারটি উদ্বোধন করে ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “লন্ডন ইন্টারব্যাংক অফারড রেট (লিবর) এর পরিবর্তে অন্য রেটের ব্যবহার শুরু করা ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও জটিল চ্যালেঞ্জ।”
তিনি জোর দিয়ে বলেন যে, মার্কেটের অংশীদাররা পারস্পরিক গঠনমূলক আলোচনার মাধ্যমে এই পরিবর্তন সফল ও সময়োপযোগী করতে পারে।
ব্র্যাক ব্যাংক এর হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স মো: শাহীন ইকবাল, সিএফএ এবং ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স এর ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন রশীদ সেশন পরিচালনা করেন। মার্কিন ডলারের জন্য সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিয়াল রেট (এসওএফআর) ও অন্যান্য ঝুঁকি বিহীন রেট, ভ্যারিয়েন্ট, হিসাবের পদ্ধতি, বাস্তবায়নের সময় ও এই বিকল্প রেট ব্যবহারের দিকে যাওয়া ইত্যাদি বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
এই আলোচনার ফলে মার্কেটের অংশীদাররা লিবর থেকে পরিবর্তনের ক্ষেত্রে যথাযথভাবে প্রস্তুতি নিতে পারবেন। এখানে উল্লেখ্য ৩১ ডিসেম্বর, ২০২১ এর পর থেকে লিবর আর থাকছে না।