বড়াইগ্রাম (নাটার) প্রতিনিধি
নাটারের বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডর সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ (৭০) এর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিক এই ওয়ার্ড সদস্য জায়াড়ি কায়মকালা গ্রামে নিজ বাড়ির শোয়ার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই মত্যুর ঘটনায় হত্যা অথবা আত্মহত্যা প্ররাচনার অভিযাগ উঠেছে আব্দুল হামিদর প্রথম পক্ষর ৪ ছেলের বিরুদ্ধে। ছেলেদের সাথে জমি সংক্রান্ত বিরোধের কারনে এই মত্যুর ঘটনা ঘটেছে বলে স্হানীয় অনেকেই দাবী করেছে। নিহত আব্দুল হামিদ জোয়াড়ীর কায়মকোলা গ্রামের আছরউদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর ইউপি সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ বলেন, ১৫ দিন আগে আব্দুল হামিদ তার ছেলে আব্দুল আওয়াল (৪৬), কামরুজ্জামান জামাল (৪২), কামাল হাসন শাহিন (৩৮) ও রবিউল ইসলাম (৩৫) এর নাম উল্লখ করে জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি চেয়ে আবেদন করেন এবং ছেলেদের হাতে লাঞ্চিত ও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন। আবদনের পরিপ্রেক্ষিতে সোমবার শুনানীর দিন ধায্য করা হয়েছিল কিন্তু কি কারনে এরই মধ্য আব্দুল হামিদ আত্মহত্যা করেছে বলে জানতে পারলাম।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, মত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মত্যুর কারণ সম্পর্ক ধারণা পাওয়া যাবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হব।