নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাহরাইনের রিফ্ফাতে সোমবার (২২ আগস্ট) এশিয়ান মেন’স অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রিলিমিনারি রাউন্ডে ইরাকের বিপক্ষে ৩-১ সেটে জিতেছে বাংলাদেশ। এই সাফল্যে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ভলিবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ভলিবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মেয়র মোঃ আতিকুল ইসলাম। ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।