আর.এন শ্যামা : আকরাম ভাই এলাকার প্রভাবশালী নেতা।তার ভাইরাল হওয়ার সখ। আকরামের মামা ঢাকায় থাকে তিনি ও ভাগিনার সাথে ভাইরাল হবে বলে গ্রামে ভাগিনা আকরামের এখানে চলে আসেন বিরাট সপ্ন মামা ভাগিনা এক সাথে ভাইরাল হবে, আকরামের বোন তানিয়ার বয়ফ্রেন্ড রাসেল সেও তাদের সাথে সাথে একি সপ্নে মসগুল সারাদিন, তারা ভাইরাল হওয়ার জন্যে পুরা নাটকে ঘটে মজার মজার হাসির কান্ড এলাকার হারুনভাই নামক এক পরিচালকের কাছে সবাই সিনেমার কাজের প্রস্তাব পায়।
সিনেমা করবে সেই ভেবে তারা তার জন্যে বেজায় খুশি,সবাই মিলে পরিচালককে টাকা দেয় শেষে সবাই কে ফাকি দিয়ে ভুয়া পরিচালক টাকা নিয়ে পালিয়ে যায় , তারপর আকরামুল ও বাকিরা সবাই বুজতে পারে যে এভাবে ভাইরাল হওয়া যায় না,পরিশেষে তারা উল্টাপাল্টা কাজ করে নয় বরং ভাল কিছু করে ভাইরাল হওয়ার পণ করে।
ভাইরাল হতে গেলে সব মিলিয়ে অসাধারন কান্ড ঘটে পুরা নাটকটাতে, নাটকে আর্টিস্ট আছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, তামিম খন্দকার সুস্মিতা সিনহা হারুন রসিদসহ আরো কিছু নতুন মুখ। নাটকটি পরিচালনায় ছিলেন নবাগত আকরামুল হক মেহেদি। সহযোগি পরিচালনায়- রনি আহমেদ রেজিন।