ফরিদপুর প্রতিনিধি : ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চলাচল নিরাপদ ও নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন।
২০শে এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙ্গা বাসস্টান্ড, বাজার, যানজট নিরসনে একাধিক সড়ক পরিদর্শন করেন।
আসছে ঈদুল ফিতরে কর্মস্থল থেকে ঘরমুখো মানুষজন যাতে নিরাপদে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ পরিবেশে গন্তব্যে পৌঁছতে পারে সেই লক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশ ব্যাপক পরিকল্পনা নিয়েছে।
এ লক্ষ্যে ঈদের আগে পৌর এলাকা সহ সকল বাসটার্মিনাল এবং ভাঙ্গা হাসপাতাল মোড়ে থেকে যাত্রীবাহি বাস ঘুরান বন্ধ করা,সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূইয়া,ভাঙ্গার থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম,ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার,সমকাল ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল,প্রতিদিনের কাগজের সহ-সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।