গাইবান্ধা প্রতিনিধি : ভাপা পিঠা খাওয়া হলোনা শিশু টিয়া মনির । রাস্তা পার হতে দিয়ে বাস চাপায় লাশ হয়ে ফিরতে হলো টিয়ামনি সহ তার নানিকে। । আজ শুক্রবার সকাল ৬ টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের তুলসিঘাট এলাকায় ।
নিহতরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতি টিয়া মনি (৫) নিয়ে পিঠা কিনতে যান রাস্তার ওপারে । দুটি পিঠা কিনে নিয়ে নাতি টিয়ামনি রাস্তা পার হতে যাচ্ছিলেন।
সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা আল রিয়াদ পরিবহনের একটি বাস আসতে দেখে নানি সাবিনা ইয়াসমিন টিয়ামনিকে এগিয়ে নিয়ে রাস্তা পার হতে থাকে । এসময় বাসটি দ্রুত তাদের দুজনকে চাপা দেয় । ঘটনাস্থলেই নানি সাবিনা ও নাতি টিয়ামনির মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার এসআই মাইদুল ইসলাম বাস দুর্ঘটনায় ২ হন নিগদের সত্যতা স্বীকার করে বলেন নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।