ভারত থেকে মনোয়ার ইমাম: ভারত সরকার এবার গরুর গোবর থেকে পরিবেশ বান্ধব রঙ ও আগরবাতি তৈরি র পরিকল্পনা ঘোষণা করেছেন।
আজ ভারতের কেন্দ্রীয় সরকারের পরিবার পরিকল্পনা ও সামাজিক ন্যায় অধিকার দপ্তর এর কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নিতিন গড়গড়ি জানিয়েছেন এবার থেকে ভারতে তৈরি করা হবে গোবর থেকে বিভিন্ন রঙ।যা পরিবেশ বান্ধব।
বিশ্বের পরিবেশ কে বাঁচাতে এমন পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন। এবং এই রঙ থেকে তৈরি হবে বিভিন্ন কালি।যা দিয়ে লেখা যাবে।এর আগে গরুর মুত্র দিয়ে ডায়াবেটিস রোগীদের ঔষধ তৈরি তে সম্পত্তি দেয়।
মানব কল্যাণে গরুর ভূমিকা কে তুলে ধরতে এবার থেকে বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন। তবে গরুর গোবর থেকে যে রঙ তৈরি করা হবে তা বাজারে কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছেন।