ভারত থেকে মনোয়ার ইমাম: ভারতে জেহাদির হাতে এক স্বর্ণ ব্যবসায়ী খুুন হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনা টি ঘটেছে ভারতের জম্মু ও কাশ্মীরের হাইকোর্ট রোডের ইন্দিরা নগর মোড়ে। এদিন চার দশক ধরে ব্যাবসা করছে পাঞ্জাব বাসিন্দা শ্রী সত্যপাল সিং। তিনি জম্মু ও কাশ্মীরের সোনা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি জম্মু ও কাশ্মীরে একটি জমি কিনেছেন তার জন্য তিনি ডিসিমাইল সার্টিফিকেট নিয়ে রাস্তায় দিয়ে আসার সময় উগ্র জেহাদি টি আর এফ এর সদস্য দের গুলি তে মৃত্যু হয়েছে। উগ্রবাদী রা তাকে লক্ষ্য করে পর পর চার রাউন্ড গুলি ছোড়ে তাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীরে ভারত যে কোন লোক জমি কিনতে পারবেন। এমন আইন প্রয়োগ করে বিল পাস করানো হয়েছে ভারত পার্লামেন্টে। কিন্তু ওখানকার মানুষ তা মেনে নিতে পারছেন না।যার প্রতিবাদ স্বরূপ এই হত্যা কান্ড ঘটিয়ে।এই ঘটনার পূর্ণ সমর্থন করেছে পাকিস্তান এর জঙ্গি সংগঠন লস্কর ই তৈইবা এবং হিজবুল মুজাহিদ সহ বিভিন্ন সংগঠন। তবে টি আর এফ জেহাদি দের খোঁজ এ চিরুনী অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জোয়ানরা এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রশাসন।