প্রতিনিধি, ভালুকা: ময়মনসিংহের ভালুকার বহুলী এলাকায় প্রভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া তিন বছরের শিশুকে বাঁচাতে গিয়ে শিশুর মাসহ অপর এক শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি বুধবার বিকালে। নিহতরা হলেন- রুহিত, তার মা শ্রীমতি রানী এবং প্রভিটা গ্রুপের শ্রমিক হৃদয় হাসান।
নিহত রাহিতের বাবা প্রভিটা গ্রুপের ইঞ্জিনিয়ার। তারা কোয়ার্টারে থাকতেন। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের ফায়ার সার্ভিসেরসিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান,
তিনি জানান, সন্ধ্যায় রাহিত খেলা করার সময় প্রভিটা গ্রুপের সেপটিাক ট্যাংকে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার মা শ্রীমতি রানী সেপটিক ট্যাংকে ঝাপ দেয়। তাদের বাঁচাতে গিয়ে হৃদয় ঝাপ দিলে কেউ আর উঠতে পারেনি। পরে তিনজনই মারা যায়।
ভালুকা উপজেলা সহকারী কমিশনার ভূমি মাইন উদ্দিন বলেন এটা একটা মর্মান্তিক ঘটনা, প্রভিটা কতৃপক্ষের কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।