300X70
বুধবার , ২৪ মে ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভোটের একদিন আগে আজিজুরের কাউন্সিলর প্রার্থীতা বাতিল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৪, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবো না’- এমন বক্তব্য দিয়ে ত্রাস ও ভীতি প্রদর্শন করায় তার প্রার্থিতা বাতিল করলো ইসি।

আজ বুধবার ভোটের আগের দিন নির্বাচন কমিশনে শুনানি নেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তা স্বীকার করার পরিপ্রেক্ষিতে লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে কমিশন।

আজিজুর রহমান গত সোমবার সন্ধ্যা ৭টায় পুবাইল এলাকার কলের বাজারে মিছিল ও জনসভা করেন। ওই জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বলে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এ বিষয়ে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন।

বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৯১ এবং সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এর বিধি ৩১ ও ৩২ এর পরিপন্থি। তদন্ত প্রতিবেদনে বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ প্রার্থীকে তলব করা হয়।

ইসি সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে চার নির্বাচন কমিশনারের সামনে ব্যাখ্যা দেওয়ার পর প্রার্থী ক্ষমা প্রার্থনা করলেও তা গৃহীত হয়নি। পরে কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করে। ফলে ইভিএমের ভোটের ব্যালটে আর ওই প্রার্থীর প্রতীক থাকবে না।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তা জীবন কৃষ্ণ চ্যাটার্জীর পরলোক গমন

সুপার ফোরে কার খেলা কবে, দেখে নিন সময়সূচি

সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রিমিয়ার ব্যাংকের কনসালট্যান্ট এম. শহীদুল ইসলাম

ফখরুল-আব্বাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

খেলার আনন্দ আরও উপভোগ্য করে তুলতে ‘ক্রিকেট ম্যানিয়া’ ক্যাম্পেইন নিয়ে এলো হাংরিনাকি

দিলকুশায় নতুন হেড অফিসে এনবিএল সিকিউরিটিজ লিমিটেড

এলাকার জনঘনত্ব ও যোগাযোগ ব্যবস্থার ভিত্তিতে ভবনের উচ্চতা নির্ধারণ হবে: এলজিআরডি মন্ত্রী

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্যাপিত

প্রাইভেট না পড়ায় ফেল করানোর অভিযোগ, কলেজছাত্রীর আত্মহত্যা

ব্রেকিং নিউজ :