নিজস্ব প্রতিবেদকঃ উন্নত চিকিৎসা নেয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দুই মাসেরও বেশি সময় পর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে তাই দেশে ফিরতে যাচ্ছেন সাবেক এই মন্ত্রী।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রায় দুই মাস ৯ দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাংলাদেশ বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
গত ১৭ জুন ঢাকা থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপির এই নেতা।