আলকামা সিকদার, মধুপুর( টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর হয়েছে। উপজেলার বন অধ্যুসিত এলাকা ফুলবাগচালা ইউনিয়নের হাগুরাকুড়ি গ্রামে এ ঘাটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, সোমবার (১৭ জুলাই) ওই তিন শিশু এক সাথে দুপুরে খেলতেছিল। খেলার এক পর্যায়ে সকলের অগোচরে তারা বাড়ির পাশে পুকুরে নেম পরে। তিন শিশুকে পরিবারের লোকজন হন্যে হয়ে খুজতে থাকে । খোজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা তিন শিশুকে পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে মৃত দেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। নিহত তিন শিশুরা হলো হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ( ৬), হারুন অর রশিদের ছেলে নাইম( ৪) ও শোলাকুড়ি গ্রামের আল আমিনের ছেলে সোহানুর রহমান সোহান।