বাহিরের দেশ ডেস্ক: ভারতের পাঞ্জাবে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। অমৃতসরের কাছে রবিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ৩টা ৪২ মিনিটে ১২০ কিলোমিটার গভীরে ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ কথা জানিয়েছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত সপ্তাহে ভারতের রাজধানী দিল্লি ও তার পাশের অঞ্চলে ভূমিকম্প হয়। গত ৯ নভেম্বর নেপালে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সে সময় দিল্লিসহ ভারতের গাজিয়াবাদ, গুরুগ্রাম ও লখনৌ কেঁপে ওঠে।
পরে শনিবার (১২ নভেম্বর) যে ভূমিকম্প হয় সেটিরও কেন্দ্রস্থল ছিল নেপাল। দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্পন অনূভূত হয়।