মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহ মহেশপুর উপজেলার দূর্গাপুর-বেগমপুর সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বেগমপুর গ্রামবাসীর আয়োজনে উপজেলা প্রকৌশলী রাশেদুর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ গাজী রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ , সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, এলজিইডি ভবন, ঢাকা, এর প্রকৌশলী হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।