মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান মন্ত্রী শেখ হাসিন ও ঝিনাইদহ-৩ আসনর সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজের ছবি সহ তোরণ ভাংচুরের ঘটনায় আ’লীগের ২ নেতাকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে , শুক্রবার দিবাগত রাতে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাকিলাদাড়ী গ্রাম থেকে এসবিকে ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা রকিমুজ্জামান বিপুল এবং খালিশপুর গ্রামের শুকুর আলীর পুত্র আওয়ামীলীগ নেতা ইয়ারআলীকে আটক করে। উল্লেখ্য গত ১৩ই মে আওয়ামীযুবলীগের প্রেসিডিয়াম সদস্য ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ খালিশপুর বাজারে ঈদ শুভেচ্ছা তোরণ স্থাপন করে।
শুভেচ্ছা তোরণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনি, চেয়ারম্যান শেখ ফজলে শাম্স পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হুসাইন খান নিখিল সহ প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজের ছবি দিয়ে সুসজ্জিত করা ছিলো। ঈদের আগের দিন রাত্রে কে বা কাহারা তোরণ ভেঙ্গে ফেলে এবং ফেষ্টুনগুলি ছিড়ে ফেলে। এঘটনায় যুবলীগ নেতা মিঠুন বাদি হয়ে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করে। যার নং ২৭ তারিখ-১৯/০৫/২১। পুলিশ গত ৩দিনে তথ্য-উপাত্ত সংগ্রহ করে । শুক্রবার দিবাগত রাতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপরোক্ত ২জনকে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্যান্য দোষীদের খুব শিঘ্রই আটক করা হবে।